ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মন্দিরে প্রবেশ করতে পারলেন না রণবীর-আলিয়া! কী বললেন অয়ন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'ব্রহ্মাস্ত্র'। তার আগে উজ্জ্বয়িনীর শিব মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন ‘রণলিয়া’ এবং ছবির পরিচালক অয়ন।

গোমাংস নিয়ে প্রায় এক দশক আগে করা একটি মন্তব্যের জেরে মধ্যপ্রদেশে বিক্ষোভের মুখে পড়তে হয় রণবীর সিংকে। উজ্জ্বয়িনীর মন্দিরে ঢুকতেই দেওয়া হল না তাকে। প্রবেশ করতে পারলেন না আলিয়া ভট্টও। শুধু মাত্র অয়ন মুখোপাধ্যায় মন্দিরে ঢুকে পুজা দেন।

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'ব্রহ্মাস্ত্র'। তার আগে উজ্জ্বয়িনীর শিব মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন ‘রণলিয়া’ এবং অয়ন। কিন্তু সেখানে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন তারা। বজরং দলের কর্মী এবং সমর্থকরা তাদের কালো পতাকা দেখান। এক প্রকার হুলস্থুল পড়ে যায়!

কোন মন্তব্যকে ঘিরে এই বিক্ষোভের সূত্রপাত?

১১ বছর আগে 'রকস্টার'-এর প্রচারের সময় রণবীর বলেছিলেন, 'আমার পরিবার পেশোয়ারের। ফলে পোশায়ারি খাবারের সঙ্গে আমি পরিচিত। মটন, পায়া এবং গোমাংস ভালবাসি। গোমাংস আমার খুবই প্রিয়'।

মুম্বাই থেকে একসঙ্গে তিনজন রওনা দিয়েছিলেন। কিন্তু মন্দিরে প্রবেশ করলেন একা অয়ন। দুই বন্ধু মন্দিরে ঢুকতে না পারায় খারাপ লেগেছে তার পরিচালক বলেন, 'মধ্যপ্রদেশে আমার খুব খারাপ লেগেছে। ওরা আমার সঙ্গে মহাকালেশ্বর দর্শন করতে পারল না। এর নেপথ্যে একটা ইতিহাস আছে। মোশন পোস্টার মুক্তির পরেও সেখানে গিয়েছিল। বলেছিলাম, ছবি মুক্তির আগেও আসব।'

অয়ন জানান, তিনি প্রথম থেকেই চাননি আলিয়া মন্দিরে যান। কিন্তু রণবীর এবং আলিয়া দু'জনেই বায়না ধরেন। তার কথায় 'ওরা ভীষণ ভাবে যেতে চেয়েছিল। কিন্তু ওখানে পৌঁছে বিক্ষোভের কথা জানা যায়। তখন মনে হল, আমার একাই মন্দিরে যাওয়া উচিত। আমাদের ছবি এবং সকলের জন্য আশীর্বাদ চেয়েছি।'

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি